Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ-

স্তরের

নাম

সেবার ধরন,বিবরনও ভূমি মালিকের করনীয়

সেবা দানের নিয়োজিত কর্মকর্ত/কর্মচারী

বিড্গপ্তি

প্রচার 

জরিপ শুরুর পূর্বে মাইকিং ও পত্তিকায় বিঙ্গাপনসহ ব্যপক জনসংযোগ করা হয় । এ সময় ভূমি মালিকগণকে নিজ নিজজমির আইল/ সীমানা চিহ্নিত করে রাখতে হবে ।

সেটেলমেন্ট অফিসার /সহকারী সেটেলমেন্ট অফিসার

ট্রাভার্স

কোন মৌজার নকশা সম্পূর্ন নতুন করে প্রস্ত্তত করতে যে কাঠামো স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স করা হয় না ।

ট্রাভার্স ক্যাম্প ট্রভার্স সাভের্য়ার

কিস্তোয়ার

এই স্তরে আমিন দল প্রতি খন্ড জমি পরিমাপ করে মৌজার অঙ্কনের মাধ্যমে কিস্তোয়ার অথবা ব্লু পিন্টে পুরোনো নক্সা সংশোধরন করেন।

সরদার আমিন/হল্কা অফিসার বা কানুনগো /ক্যাডাস্ট্রার সার্কেল অপিসার

খানাপুরী

কিস্তোয়ার স্তরে অস্কিত নক্সার প্রত্যেকটি দাগের জমিতে উপস্থিত হয়ে আমিনদল জমির দাগ নম্বর প্রদান করেন এবং মালিকে রেকার্ড দলিল পত্র দখল যাচাই করে মালিকের নাম , টিকানা অন্যাণ্য ও তথ্য খতিয়ানে লিপিবদ্ধ করেন এ স্তরে ভূমি মালিকদরে কাজ হচ্ছে আমিন দলকে জমরি মালিকানা ওদখল সংক্রান্ত প্রমাণাদি উপস্থাপনকরা । 

সরদার আমিন /হল্ক অফিসার বা কানুনগা /ক্যাডাস্ট্রাল সাকের্ল অফিসার

বুঝারত

বুঝারত অর্থ জমি বুঝিয়ে দেওয়া। এ স্তরে আমিন দল কর্তৃক খনতয়ান বা পর্চা জমির মালিককে সরবাহ করা হয় যা মাট পর্চা নামে পরিচিত ।পর্চা বিতরনের তারিখ নোঠিশ পত্রিকায়

বিজ্ঞত্তি প্রচার/এলাকায় মাইকিং এর মাধ্যমে জাণিয়ে দেওয়া হয় ।ভূমি মালিকগণ প্রাপ্ত পর্চার সছিকতা যাচাই করে কোন রুপ সংশোধন বা পরির্বতন আবশ্যক হলে নিদির্ষ্টি (Dispute)ফরম পূরণ করে তা আমিনের নিকট জমাদিবেন হল্কা অফিসার সংশ্লিষ্ট পক্ষগণের শুনানির মাধ্যমে দ্রুত ঐ সকল বিবাদ নিস্পত্তি

করবেন । 

তসদিক অফিসার /উপ- সহকারী সেটেলমেন্ট অফিসার

খানাপুরী

 কাম

বুঝরত

যখন কোন মৌজা ব্লু -পিন্ট সীটে জরিপ করা হয় তখন উপরে বর্ণিত খানাপুরী  বুঝারত স্ত করা একই সাথে করা হয় ।

তসদিক

ব্যবকপ প্রচারের মাধ্যমে তসদিক স্তরের কাজ সম্পাদিত হয় ক্যাম্প অফিসে। তসদিক স্তরের কাজ সম্পাদ করেন একজন রাজস্ব অফিসার । জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র ও প্রমানাদি যাচাই করে প্রতিটি বুঝারত খতিয়ান সত্যায়ন করা হয় ।

তসদিক অফিসার/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার

 

 

 

 

 

খসড়া প্রকাশনা (ডিপি) ও

 

 

তসদিকের পর জমির প্রনীত রেকর্ড সর্বসাধরণের প্রদর্শনের জন্য ৩০ দিন উন্মুক্ত রাখা হয়। এর সময়কাল উল্রেখ পূর্বক ক্যাম অফিস হতে বিজ্ঞতি প্রচার করা হয় । ভূমি মালিক গনের নাসম আ্যদোক্ষর অনুযায়ী খতিয়ান বর্নানুক্রমিক ক্রমবিন্যাস করে খতিয়ানে নতুন নম্বর দেওয়া হয় । তাই তসদিক কৃত খতিয়ানের নতুন নম্বর অর্থাৎডিপি খতিয়ান  ডিপিতে প্রকাশিত খতিয়ান সম্পর্কে কারোর কারো কোন আপত্তি দাবি থাকলে সরকার নির্ধারতি ১০:০০ টাকার কোর্ট ফি দিয়ে নির্দেষ্ঠ ফরম ফূরণের মাধ্যমে প্রজাস্বত্ব বিধিমালার ৩০ বিধি অনু যায়ী আপত্তি দায়ের করা যাবে ।

 

আপত্তি শুনানী আপীল শুনানী

 ডিপি চলাকালে গৃহীত আপত্তি মামলাসমূহ সংস্লিষ্ট পগণকে নোটিশ মারফত গ্যতো করে নিষ্পতি করা হয় । আপত্তি অফিসার পক্ষগনে শুনানী দিয়ে রায় কেস নথিতে লিপিব্ধ করে তাঁর সিন্ধান্ত জানাবেন এবং খয়িয়ান বা রেকর্ডে প্রায়োজনীয় সঙশোধন আনবেন ।

তসদিক অফিসার/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ,

 

আপত্তি রায়ে সং ক্ষুদ্ধ পক্ষ ৩১ বিধিতে আপীল দায়ের করতে পারেন। নির্ধারিত কোর্ট ফি এবং কার্টিজ পেপারসহ সেটেলমেন্ট অফিসার বরাবর আবেদন দাখিলের মাধ্যমে সংশ্লিষ্ট আপত্তি মামলার রায়ের নকল  গ্রহন করতে হবে ।

নিদ্দিষ্ট ফরম মাধ্যমে রায়ের ঐ নকল সহ আপিল দায়ের করতি হবে ।সংশ্লিষ্ট পক্ষগনকে নোটিশ মারফত জ্ঞাত করে নিদ্দিষ্ট তারিখ,সময় ও স্থানে শুনানি গ্রহন করে আপিল নিষ্পত্তি করা হয় ।    

সহকারী সেটেলমেন্ট আফিসার /চার্জ অফিসার /জোনাল সেটলমেন্ট অফিসার

 

বিষয় ঃ-

কোর্ট ফি

 

 

ক) আবেদন পত্র

১০:০০ টাকা

 

খ) নকল (শব্দ)

১হতে ৩৬০

৩৬১হতে ৭২০

৭২১হতে ১০৮১

১০৮২হতে ১৪৪০

১৮০১ হতে ২১৬০

২১৬১হতে ২৫২০

২৫২১হতে ২৮৮০

 

২.৫০টাকা

৫.০০ টাকা

৭.৫০টাকা

১০.০০টাকা

১২.৫০টাকা

১৫,০০টাকা

১৭.৫০ টাকা

২০.০০ টাকা

 

 

 

 

 

 

 

চূড়ান্ত প্রকাশনা

 

উপরোক্ত স্তর সমূহরে কাজ সম্পত্তির পর অনুষাঙ্গিক কর্যদাদি সম্পন্ন করে পর্চা ও নক্সা মুদ্রণ করা হয় । মুদ্রিত  নক্সা ও পর্চা নোটিশ/ পত্রিকায় বিজ্ঞত্তির মাধ্যেমে চূড়ান্ত প্রকাশনায় দেয়া হয় । চূড়ান্ত প্রকাশনার  সময় কাল ৩০ কর্ম দিবস এ স্তরে ভুমি মালিকগন মুদ্রিত নক্সা ও  পর্চা সরকার কর্তৃক নিধারিত মুল্যে ক্রয় করতে পারেন ।

উপজেলা সেটেলমেন্ট অফিস